আক্রান্ত
৬৯১,৯৫৭
টি. আই. অশ্রু
শস্য শ্যামল সবুজে ঘেরা আমার বাংলাদেশ,
সবখানে আছে জাতির পিতা শেখ মুজিবের দেশ।
সবুজে সবুজে ঘেরা বাংলার মাঠ- ঘাট,
সোনার দেশে, সোনার ধানে, পরিপূর্ণ হলো মাঠ।
ঐখানে ঘুড়ে বেড়ায় বাংলার ছেলে মুজিবর।
হাসতে হাসতে কেটে গেল কতটা বছর।
হঠাৎ করে এলো বুঝি পাক হায়নার দল,
মুজিব বলল এবার হবে পরাজিত ওরে জাজাবর।
আমি বলাম উর্ধ্ব শ্বাসে এবার হবে লড়াই,
মুজিব বলল, আয় তবে হয়ে যাই ভাই ভাই।
মুজিব বলল দেশের জন্য দিব আমাদের প্রান,
তবুও দেশকে হারাতে দেবনা,এটাই আমাদের পন।