সালমা জাহান বুলু, লালমোহনঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার প্রথম প্রহরে লালমোহন উপজেলা প্রশাসন, উপজেলা, পৌরসভা ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে পুষ্প অর্পন করেছেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধা সংসদ, পৌরসভা আওয়ামীলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, শেখ রাসেল স্মৃতি সংসদ, সাব-রেজিস্ট্রি অফিস ও বিভিন্ন অঙ্গসংগঠন শহীদ বেদিতে পুষ্প অর্পন করে। এরপূর্বে সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন নেতাকর্মীদের নিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।