পারভীন আক্তার, লালমোহনঃ স্বপরিবারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে করোনা ( কোভিড-১৯ ) ভ্যাকসিন নিয়েছেন, ভোলা-৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার বেলা সাড়ে ১১টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এসে ভ্যাকসিন গ্রহণ করেন সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। একই সাথে এমপি মহোদয়ের সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না ও পরিবারের সকলে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হহাসিনার উপহার করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণ করতে সকলের প্রতি আহ্ববান জানান, এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, পৌরসভা আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, আনম শাহ জামাল দুলাল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, পৌর যুব লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলু দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।