সালমা জাহান বুলু, লালমোহনঃ ভোলা-৩(লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা পদ্মা সেতু ও রাজধানীতে মেট্রো রেল পেয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতার আসারপর সারাদেশে নদী ভাঙ্গনরোধ, স্কুল কলেজের নতুন নতুন ভবন নির্মাণসহ উন্নয়নের জোয়ার বইছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজাকাররা আবার সোচ্চার হয়ে উঠেছে। এসব রাজাকার বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। মঙ্গলবার বেলা ১১টায় লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় চৌরাস্তার মোড় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উ্দ্দিন আহমেদ, আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক সফিকুল ইসলান বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুম বেগম, উপজেলা মহিলালীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, পৌর মহিলালীগের সভাপতি সালমা জাহান বুলু, সম্পাদক পারভীন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।