পারভীন আক্তার, লালমোহনঃ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম শেখ হাসিনা বেঁচে আছেন এবং সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নের জন্য বেঁচে থাকতে হবে। বর্তমান সরকারের আমলে প্রত্যেক উপজেলায় আধুনিক ডাক বাংলো নির্মাণ, অডিটোরিয়াম নির্মাণ, নদী ভাঙ্গনরোধসহ ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণাঞ্চলের ৭ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু করা হচ্ছে। তিনি বলেন, লালমোহন ফরাজগঞ্জ লঞ্চঘাট থেকে বদরপুরের আরএইচডি সড়ক পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ শেষ করে সেখানে একটি আধুনিক বন্দর নির্মাণ করা হবে। সোমবার দুপুরে বদরপুর আরএইচডি সড়ক থেকে ফরাজগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাদারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তথ্য ও গবেষনা সম্পাদক শাহিন জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার তানজিদ, ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তারুকদার, সাবেক চেয়ারম্যান ফজলুল হক, বদরপুর আওয়ামীলীগের সাদারণ সম্পাদক কাসেম মুসলমান, বদরপুর (উত্তর)আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফরহাদ, বদরপুর (উত্তর) যুবলীগের আহ্ববায়ক আসাদ মেলকার, আওয়ামীলীগ নেতা হাবিব হাওলাদার, সালাউদ্দিন মিয়া, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।