সালমা জাহান বুলু, লালমোহনঃ লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদেরকে সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। লালমোহন পৌরসভার ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তানজিদ, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসণাম বাদল, যুগ্ম-আহ্বায়ক আনম শাহ জামাল দুলাল, ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের প্রমূখ উপস্থিত ছিলেন।