সালমা জাহান বুলু, লালমোহনঃ ভোলার লালমোহনে ৮ মার্চ যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় লালমোহন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নূরনবীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল অালম হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাকসুদ মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম এসএম শাহিন আহসান, প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সদস্য শাহিন আলম মাকসুদ, পৌর মহিলা লীগের আহ্ববায়ক সালমা জাহান বুলু, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শিরিণ আক্তারসহ বিভিন্ন নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।