রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারের পাবলিক টয়লেটটি দীর্ঘ দিন যাবৎ ব্যবহার অনুপোযোগী অবস্থায় পড়ে ছিলো। করোনা মহামারীতে পাবলিক টয়লেট ব্যবহারের গুরুত্ব অনুধাবন করে ডরপ ও রামগতি পৌরসভা যৌথ উদ্যোগে টয়লেটটি মেরামত করে ব্যবহার উপযোগী করে মহলাসহ সর্বস্তরের জনসাধরণের ব্যবহারের জন্য উম্নুক্ত বা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটর সভাপতি আজিজুল ইসলাম, ডরপ এর পানিই জীবন প্রকল্পের সমন্বয়কারী আমির খসরু, স্বাস্থ্য, স্যানিটেশন ও পানি সরবরাহ বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটির সভাপতি গীতা রানী দাস, কাউন্সিলরগন, পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সদস্য, আলেকজান্ডার বাজার ব্যবসায়ী সমিতির সদস্য, স্কুল শিক্ষক, বাস ও সিএনজি মালিক সমিতির সদস্য টয়লেট পরিচালনাকারী সাদ্দাম হোসনসহ সর্ব স্তরের জনসাধরণ। প্রধান অতিথির বক্তব্য মেয়র বলেন বাজারেমধ্যে জনসাধরণের ব্যবহারের জন্য একটি টয়লেটের গুরুত্ব অনেক। বাজারে আসা মহিলা পুরুষ, পথচারী, ঢাকা চট্টগ্রামের যাত্রীসহ মানুষ যাতে আরামে এবং স্বাচন্দে ব্যবহার করতে পারে সেইভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হব। তিনি এই টয়লেটটির আরো উন্নয়ন করবেন বলে মত প্রকাশ করন। টয়লেট পরিচালনাকারীকে প্রতিদিন টয়লেট পরিস্কার রাখার নির্দেশ দেন।