আক্রান্ত
৫২৯,০৩১
বিশেষ প্রতিনিধি:
আলেকজান্ডার ইউনিয়নের আসল পাড়, সবুজগ্রাম, সুজনগ্রামসহ পুরো আলেকজান্ডার ইউনিয়ন, রামগতি পৌরসভা, চর আলগী, চর রমিজ, চর গাজী, চর আবদুল্লা ইউনিয়নের অধিকাংশই পানির নীচে তলীয়ে গেছে। মানুষর ঘর বাড়ি, পুকুরের মাছ, আমনধানের বিজতলা,আউস ধান, গভীর অগভীর নলকূপ, টয়লেটর অবস্থা সুচনীয়ভাবে ক্ষতি হয়েছে। মানুষগুলি অসহায় হয়ে পড়েছে।