পৃথিবী তোমার বুকে বসবাস করি
তাই ভেবোনা তোমার সাথে মিশে গেছি
যা স্বপ্ন দেখি কিংবা যা-ই করি প্রয়োজনে করি
প্রয়োজন শেষ হলো তোমাকে নিয়ে মোটেও ভাবিনা।
তোমার আলোবাতাস তোমার সুন্দর্য সব ছলনাময়
তুমি যে কতো বড় ধোঁকাবাজ
তা বুঝতে আমি বাকি নেই।
তুমি হয়তো আমাকে ভালবাসো যেমন ভালোবেসেছিলে আমার বাবা, দাদা, দাদার বাবাকে তাদের সাথে কি আচরণ করেছো সে কথা আমি কেমন করে এ-তো সহজেই ভুলে যাই?
এসেছি কিছু সঞ্চয় করতে হয়তো চেষ্টা করছি
হিসাব করে দেখি এখনো বহু বাকি।
তবে চেষ্টা সাধনা আমার চলবে বাকি পুষিয়ে
কিছু জমা রাখতে। যেখানে আমার পূর্ব পুরুষরা অপেক্ষামান আমি সেখানই ভেবে সময় গুনছি।
আমি তোমার মতো মিথ্যা ছলনাময় পৃথিবীকে
বড় ঘৃণা করি।তুমি মানুষকে আশা দিতে পারো
তার বাস্তবায়োনে বড়ই কৃপাণতা কর।