পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ বলেছেন, মাস্ক নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখে। আমরা সচেতন হলে কোভিড-১৯ পরিস্থিতি পূর্বের মত মোকাবিলা করতে সক্ষম হব। নিজেকে ও পরিবার কে সুরক্ষিত রাখতে হবে। তাহলেই দেশ ও জাতি সুরক্ষিত থাকবে। বৈশ্বিক অতি মারী করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় টেউ এর সংক্রমণ প্রতিরোধে অগ্রগামী পদক্ষেপ হিসেবে সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও মাস্ক ও লিফলেট বিতরন কালে পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ এসব কথা বলেছেন। রবিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় শহরের চৌরাস্তায় এলাকায় “মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” স্লোগানে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি আয়োজিত পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ মাস্ক বিতরণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান, পটুয়াখালী ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মো. হেলাল উদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, পটুয়াখালী ইয়ুথ ফোরামের স্বেচ্ছাসেবকসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। এসময় পটুয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ্ আরও বলেন, কারও মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্টদের জানাবেন। আমরা সচেতন হলে কোভিড-১৯ মোকাবিলা করা সম্ভব। হাতের কাছে বেসিন এখন হাত ধুই যখন তখন। শ্লোগান নিয়ে আমরা শহরের চৌরাস্তায় বেসিন স্থাপন করেছি। যাতে করে সাধারণ মানুষ সব সময় হাত ধুয়ে নিতে পারে। এছাড়াও বিকেলে সদর লঞ্চঘাটে সদর থানার ইনচার্জ আক্তার মোর্শেদ এর ব্যবস্থাপনায় কোভিড-১৯ প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রম (মাস্ক) বিতরন করবেন।