আক্রান্ত
৬৮৪,৭৫৬
পারভীন আক্তার, লালমোহনঃভোলা-৩ আসনের সংসদ আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের সহধর্মিণী লালমোহন প্রেসক্লাবের সম্মানীত সদস্য, দৈনিক বরিশাল সমাচার পত্রিকার প্রকাশক,দৈনিক উপকূল বার্তার সম্মানিত উপদেষ্টা ফারজানা চৌধুরী রত্না ম্যাডাম গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে লাঞ্চে ইনফেকশন ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাসায়ী। ফারজানা চৌধুরী রত্না”র আশু রোগ মুক্তি কামনা ও দোয়া চেয়েছেন, লালমোহন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও দৈনিক উপকূল বার্তা পরিবার ।