ভোলা প্রতিনিধিঃ
কোস্ট ট্রাস্ট আয়োজনে এপিসি প্রকল্পের মাধ্যমে ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে আলীনগর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গত ৮ই ডিসেম্বর তারিখ মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হতে দুপুর পর্যন্ত সেবা দিবস পালিত হয়। সেবা দিবসে সভাপতিত্ব করেন এফ ডব্লিউ ভি নুরে নাজমা ও প্রধান অতিথি ইউপি ১,২,৩ মহিলা সদস্য নুপুর আক্তার।অংশগ্রহন করেন কিশোর-কিশোরী অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনায় সভাপতি বলেন, এখানে গর্ভবতী মা ও কিশোর-কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয় । আয়রন টেবলেট, কৃমিনাশক টেবলেট ও টিটি টিকার সেবা দেওয়া হয়। প্রধান অতিথি বলেন, সেবা গ্রহনে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং অন্যদেরকে জানাতে হবে। কিশোরী তানান্না বলেন, স্বাস্থ্যকর্মী যদি আমাদের ক্লাবে আসে আমরা সকল সমস্যা জানাতে পারবো এবং সচেতনতা বৃদ্ধি পাবে।তিনি আরো বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে সেবার মান বৃদ্ধি পাবে, আমি কোস্ট ট্রাস্ট ও ইউনিসেফকে ধন্যবাদ জানাই তিনি প্রতি মাসে একদিন ক্লাব পরিদর্শন করবে বলে জানান।উপস্থিত সকলের মতামত ও সুপারিশ গ্রহন করেন। সভায় সভাপতি সকলকে সচেতন থাকা , সামাজিক দুরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করেন।তিনি আরো বলেন, সকলকে ধ্যন্যবাদ জানিয়ে সেবা দিবসের আলোচনার সমাপ্ত ঘোষনা করা হয়।