আক্রান্ত
৫৪৬,২১৬
নিজস্ব প্রতিনিধিঃ৪ফ্রেরুয়ারি-২০২১
ভাসানচরে সরকারের সাথে স্থায়ী ভাবে কাজ করার গর্বীত অংশীদার হলো কোস্ট ট্রাস্ট । অফিসিয়ালি নৌবাহিনীর পক্ষ থেকে ভাসানচর অফিসার ইন চার্জ লে: কমান্ডার তানজিম আবাসন ব্যবস্থা নিশ্চিত করেছেন এবং ক্যাম্প ইন চার্জ ( সিআইসি) সিনিয়র সহকারি সচিব জনাব মুশফিকুর আলম হালিম কোস্ট ট্রাস্টের জন্য অফিস বরাদ্দ নিশ্চিত করেছেন । একই সাথে কোস্ট ট্রাস্ট নিজস্ব অর্থায়নে সর্ব প্রথম খোলা জায়গায় সবজীচাষে উদ্যোগী হওয়ার গর্বিত অংশীদার হতে পেরেছে । ভাসানচরের সহযোগীতা করার জন্য সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের কোস্ট ট্রাস্ট পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ।