বিনোদন বিভাগ :
শীতের মধ্যেও টানা ৬ দিন ভেজা শাড়িতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়! এমনটাই তিনি জানিয়েছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, শীত এসেছে কলকাতায়। কনকনে উত্তরের হাওয়া। গা ঢাকছে সোয়েটার, জ্যাকেট, বাহারি টুপি। রাত বাড়লেই উষ্ণতার খোঁজে লেপ, কম্বলের নীচে আশ্রয় নিচ্ছে মানুষ।
শুধু আরাম নেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের কপালে। হাড়হিম ঠাণ্ডাতেও অভিনেত্রী টানা ৬ দিন ভিজে শাড়ি পরে রয়েছেন! কেন?
স্বস্তিকার টুইট বলছে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মোহমায়া’ সিরিজে অভিনয় করতে গিয়ে আয়েস করে লেপের তলায় গুটিসুটি মেরে ঘুমের মোহ এবং মায়া, দুইই ত্যাগ করেছেন তিনি। চিত্রনাট্যের খাতিরে আপাতত তিনি ভিজে শাড়িতেই উৎসবের মওসুম উদযাপন করছেন।দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’-এর কাজ শেষ হতেই স্বস্তিকা ব্যস্ত ‘হইচই’ প্ল্যাটফর্মের আগামী সিরিজে। তারই ফাঁকে নিজের অবস্থা জানিয়ে রসিকতাও করেছেন, ‘এটাই অভিনেতার জীবন।’