আক্রান্ত
৫৪৬,২১৬
স্টাফ রিপোর্টারঃ ভোলার বোরহানউদ্দিন থেকে আব্দুল হাকিম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ ৷
রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শান্তির হাট বাজারের পাশে সুপারি বাগান থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার উদ্ধার করে পুলিশ । সে একই এলাকার বাসিন্দা সাফিজল হকের ছেলে ৷
এলাকাবাসীরা জানায়, নিহত আব্দুল হাকিম দিনমজুরের কাজ করতেন । বাবা-মাসহ ছয় সদস্যের পরিবার তাদের। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারেন বলে ধরনা করছে তারা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ৷ তবে তার মৃত্যুর কারন জানা যায়নি ৷ ময়না তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ৷