পারভীন আক্তার, লালমোহনঃ ভোলা-৩ আমনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১’সালের ২৬ মার্চ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীনতার মধ্যদিয়ে বাঙ্গালী জাতি পরাধনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। দেশ স্বাধীন না হলে আমাদেরকে পাকিস্তানের গোলামি করতে হতো। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রে এগিয়ে যাচ্ছে। শুক্রবার লালমোহন উপজেলা পপ্রশান কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় স্বাধীনতা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসান আল-নোমান এর সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, ওসি মাকসুদুর রহমান মুরাদ, পৌর মহিলা আওয়ামীলীগের আহ্ববায়ক সালমা জাহান বুলু, যুগ্ম-আহ্বায়ক পারভীন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা, শহীদ মুক্তিযুদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধা সন্তানদেরকে সংবর্ধনা দেয়া হয়। একই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রতিবন্ধী পঙ্গুদেরকে হুইল চেয়ার বিতরণ করেণ, সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।