বিভাগীয় প্রধান,বরিশাল অঞ্চল:
করোনা পরিস্থিতিতে দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক চূড়ান্ত (অষ্টম সেমিস্টার) ও মাস্টার্সের (দ্বিতীয় সেমিস্টার) চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অষ্টম সেমিস্টারের স্থগিত হওয়া পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আলাদা তিনটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। তিনি বলেন, পরীক্ষাগুলো আগেই শুরু হয়েছিল। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়। এ কারণে পরীক্ষাগুলো মাঝ পথেই স্থগিত করা হয়েছিল। ওই সময় বাকি থাকা পরীক্ষগুলো এখন নেয়া হচ্ছে।উপাচার্য বলেন, তবে পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সতর্ক রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার আগে সব শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মেপে জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর কেন্দ্রে প্রবেশ করানো হয়। দূরত্ব বজায় রেখে তাদের বসার ব্যবস্থা করা হয়। তাছাড়া পরীক্ষা চলাকালীন দুইজন চিকিৎসক তিনটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন।উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পুরোদমে অনলাইন ক্লাস হচ্ছে। নিয়মিত ক্লাস নেয়ার কথা এখনই ভাবছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি উন্নতি হলে ক্লাস নেয়ার বিষয় চিন্তা করা হবে।