টি আই অশ্রু
বঙ্গবন্ধু মানে বাংলার ইতিহাস
বঙ্গবন্ধু মানে হাজারো ইচ্ছের প্রয়াস।
বঙ্গবন্ধু মানে জাতির সৌভাগ্য
বঙ্গবন্ধু মানে নতুন কোন কাব্য।
বঙ্গবন্ধু মানে জীবন বাজি রেখে যুদ্ধ
বঙ্গবন্ধু মানে প্রতিটি বাঙালি ঐক্যবদ্ধ।
বঙ্গবন্ধু মানে জলন্ত প্রদীপ শিখা,
বঙ্গবন্ধু মানে মুক্তির অহমিকা।
বঙ্গবন্ধু মানে সংগ্রামী আহবান,
বঙ্গবন্ধু মানে বজ্রকন্ঠে জয়গান।
বঙ্গবন্ধু মানে উজ্জীবিত আলোরন,
বঙ্গবন্ধু মানে অনুভূতির শিহরন।
বঙ্গবন্ধু মানে নতুন একটি সূর্য,
বঙ্গবন্ধু মানে আলোকিত তুর্য।
বঙ্গবন্ধু মানে বলিষ্ঠ পথনির্দেশিকা,
বঙ্গবন্ধু মানে তীব্র অগ্নিশিখা।।