একুশে ফেব্রুয়ারি আমাদের সাহসী ও আত্মমর্যাদাশীল হতে শেখায়”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোস্ট ট্রাস্ট, সি এফ টি এম প্রকল্প,পটুয়াখালী জেলার পক্ষ হতে শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। পরবর্তীতে কোস্ট ট্রাস্ট, সি এফ টি এম প্রকল্প কার্যালয়ে সহকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহনকারীরা ভাষা আন্দোলনের ভূমিকা ও পটভূমি , একুশে ফেব্রুয়ারী ও আত্মমর্যাদা, আমরা কেন আত্মমর্যাদাশীল হব,স্থানীয়করন আন্দোলনের সাথে আত্মমর্যাদার সম্পর্ক, জবাবদিহিতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা ও আন্তর্জাতিকবাদ ও একুশে ফেব্রুয়ারী এই বিষয়গুলো নিয়ে বিষদভাবে আলোচনা করেন। কোস্ট ট্রাস্ট, সি এফ টি এম প্রকল্পের প্রোগ্রাম অফিসার সোহেল মাহমুদ বলেন, মহান ভাষা আন্দোলনের পটভূমি থেকেই পরবর্তীতে অন্যান্ন আন্দোলনের সুত্রপাত হয়। তাই ভাষা আন্দোলন আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ন। একাউন্টস ও এ্যডমিন অফিসার তাহেরুল ইসলাম বলেন,স্বাধীনতার মূল বিষয়টি হচ্ছে আত্মমর্যাদা। আত্মমর্যাদা মানে হচ্ছে, নিজের স্বাধীন সত্তা ও অধিকার সম্পর্কে সচেতনতা ও নিজেকে সম্মান প্রদর্শন করা। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারী আমাদের সাহসী ও আত্মমর্যাদাশীল হতে শেখায়। কোস্ট ট্রাস্ট, সি এফ টি এম প্রকল্প, পটুয়াখালী এর জেলা টিম লিডার, পিন্টু বিশ্বাস বলেন, আমরা বেসরকারী সংগঠন দারিদ্র বিমোচন, সচেতনতা সৃষ্টি ও সমাজে পরিবর্তন আনার জন্য কাজ করি। নাগরিক সমাজ যখন আত্মমর্যাদাশীল তথা অধিকার সচেতন হয়, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায়। তিনি বলেন, ১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর প্যারীস অধিবেসনে ২১ শে ফেব্রæয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করা হয়। আমরা আত্মমর্যাদায় বলীয়ান ছিলাম বলেই সেদিন অন্যায় মেনে নেইনি। রাজপথে রক্ত দিয়েই আমরা আমাদের মুখের ভাষা ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছি। আমরা স্থানীয় পর্যায়ে কাজ করলেও আমাদের দৃষ্টি হবে বিশ্ব মানবতার দিকে। পরিবর্তনের জন্য স্থানীয় পর্যায়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ন। সেই সাথে গুরুত্বপূর্ন স্থানীয় পর্যায়ের কাজকে বাধাগ্রস্থ করে এমন সকল স্থানীয়, জাতীয় এমনকি আন্তর্জাতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে। একুশে ফেব্রæয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে আমরা বাংলা ভাষার শহীদদের শ্রদ্ধা জানাব বলেই আমরা নিজেদের সবার আগে আত্মমর্যাদাশীল ও সাহসী করে তুলতে প্রতিজ্ঞা করি। তারা যদি দেশের জন্য ভাষার জন্য প্রান দিতে পারেন, আমরাও আত্মমর্যাদায় বলীয়ান হয়ে নিজেদের লক্ষ অর্জনে হব আপোষহীন।