আক্রান্ত
৫৫১,১৭৫
দৌলতখান প্রতিনিধিঃ সারাদেশের সাথে একযোগে দৌলতখান উপজেলায় কোভিড-১৯ টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্স এর মাননীয় স্বাস্থ্যামন্ত্রী ডাঃ জাহিদ মালেক সারাদেশে টিকা কার্যক্রম একযোগে উদ্ভোধন করেন। দৌলতখান উপজেলা টিকা উদ্ধোধন করেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,উপস্থিত ছিলেন আর, এম, ও ডাঃ পিয়াস কান্তি সাহা,ডাঃ নুরুল ওয়ারা ছালে সিফাত, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহামুদ,দৌলতখান প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান(শরীফ) প্রথম টিকা গ্রহন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অচিন্ত্য কুমার ঘোষ। প্রথম দফায় ৬০০ জন এর জন্য এই উপজেলায় টিকা বরাদ্ধ দেওয়া হয়েছে।অনলাইনে আবেদন করে টিকা গ্রহন করতে পারবেন নাগরিকরা