সোলায়মান সুমন, বিশেষ প্রতিনিধি: ঢাকা জেলা প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে সর্বসাধারণের মাঝে দিনব্যাপী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১০টায় ঢাকা জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে পথযাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সাংবাদিক ইমরান হোসেন ইমুর সঞ্চালনায় ও ঢাকা জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আমীন এর সভাপতিত্বে মাস্ক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা জেলা প্রেসক্লাবের উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক শফিক চৌধুরী, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম এর দপ্তর সম্পাদক রানা ভূইয়া । মাস্ক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ রানা, ঢাকা জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, যুগ্ম সম্পাদক শামীম হাওলাদার, প্রচার সম্পাদক তানভীর শেখ, কার্যনির্বাহী সদস্য মিয়া আবদুল হান্নান, সাংবাদিক সোলায়মান সুমন, সাংবাদিক টিটু আহমেদ, সাংবাদিক সোহাগ খান, প্রমুখ।