সালমা জাহান বুলু, যুগ্ম-সম্পাদকঃ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠন। ছাত্রলীগ হলো ৬৯-এ গণঅদ্ভুদত্থানে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাওয়া সংগঠন। ছাত্রলীগ হলো যুদ্ধ বিধ্বস্ত দেশকে সু-সংগঠিত করা সংগঠন। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। সোমবার ( ৪ জানুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত র্র্যালি ও আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা ছাত্রলীগের আআহ্ববায়ক মূর্তজা সজিবের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ মালেক, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েত, পৌর শ্রমিক লীগের সভাপতি আনিচল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাসান হাওলাদার, বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকবৃন্দ।