আক্রান্ত
৫৫১,১৭৫
স্টাফ রিপোটারঃ
ভোলার চরফ্যাশন পৌর সভার সদর রোড ও শরীফপাড়ায় অটো রিক্সায়, বোরাক ও সিএনজি থেকে চলছে অতিরিক্ত টোল আদায়। আর এসব টোল আদায় করছে, চরফ্যাশন শ্রমিকলীগ নেতা গিয়াস উদ্দিন। অটো রিক্সা থেকে ২০ টাকার স্থলে ৬০টাকা, বোরাক থেকে ১৫০ টাকা ও সিএনজি থেকে ৮০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। গত কয়েকদিন অনুসন্ধান করে অটো রিক্সা, বোরাক ও সিএনজি চালকদের সাথে আলোচনা করে এসব তথ্য পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানান, শ্রমিকলীগ নেতা গিয়াস উদ্দিন তার লোকজন দিয়ে স্ট্যান্ডে টোল আদায় করছে। পৌরসভার নির্ধারিত টোল থেকেও অতিরিক্ত টোল নেয়া হলেও কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না।