মোবাশ্বের আলম চরফ্যাশন উপজেলা প্রতিনিধি:
মহামারি করোনাভাইরাস সম্পর্কে শহরের লোকজন সচেতন হলেও গ্রামের লোকজন এখনও করোনাকে পাত্তা দিচ্ছে না। ফলে ভোলার চরফ্যাশনে গ্রামাঞ্চলের লোকজনকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে ও করোনা প্রতিরোধে করণীয় নিয়ে পথনাটক ‘ভালো থাকার গল্প’ পরিবেশন করেছেন একদল তরুণ-তরুণী। বুধবার (১০ ই ডিসেম্বর) বিকেলে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে এ পথনাটক নাটক পরিবেশনের আয়োজন করেন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার(ভার্ক) এ সময় তারা নাটকের মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কে লোকজনকে সচেতন করেন। তারা করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা,নিয়মিত স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যাবহার করা, সাবান ও হ্যান্ড স্যানিটাইজ দিয়ে ভালো করে হাত ধোয়ার মাধ্যমে ভালো থাকার নিয়ম তুলে ধরেন। এ ব্যাপারে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর বৃহত্তম নুরাবাদ ইউনিয়নের ওয়াশ ফ্যাসিলেটর জহিরুল ইসলাম জুয়েল হাওলাদার বলেন, আমরা শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের নারী ও পুরুষদের করোনা থেকে বাঁচার জন্য করণীয় ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করার লক্ষে আমরা পরিবেশন ও সচেতন করে যাচ্ছি। এতে গ্রামের মানুষ অনেক সচেতন হচ্ছে।