নিজস্ব প্রতিবেদক।। বালাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গাজীপুর মহানগর শাখার আফজাল হোসেন সেতু সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত চিটিতে ৩৫৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আফজাল হোসেন সেতু সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।ময়মনসিংহ জেলা ছাত্রদল, টঙ্গী থানা ছাত্রদল ও ছাত্রদল নেতা মামুনুর রশিদ হাওলাদার ও জাহিদল ইসলামসহ নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। অভিনন্দন বার্তায় তারা বলেন, আফজাল হোসেনের সাংগনিক নেতৃত্বে ছাত্রদল আরো গতিশীল প্রাণবন্ত করে তুলবেন বলে আশা করেন।