সোহেল মাহমুদঃ
পটুয়াখালী জেলার গলাচিপার পানপট্টি ইউনিয়নে “করোনা কালীন নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতায় বিশ্ব” নারী মুক্তির’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুর ১০ টায় উত্তর পানপট্টি ইউনিয়নে মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন, এম এম ডব্লিউ ডব্লিউ প্রকল্প, সুশীলন এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, ছাএ-ছাএী, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজসেবক সহ সুশীলনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন, অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট সমাজ সেবিকা, গরীবের বন্ধু , উন্নয়ন কর্মী অসন্ন ৫ নং রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬,৮,৯ ওয়াডের সম্ভব্য মহিলা সংরক্ষিত মেম্বার পথপ্রার্থী সারমিন সুলতানা ।
বক্তারা বলেন, ‘নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাবে। নারীই হবে এ সমাজের মেরুদণ্ড। সকল বাধা-বিপত্তিকে পিছনে ফেলে এই নারীই হবে উজ্জ্বল নক্ষত্র।’ তারা আরও বলেন, ‘আজকের এই নারী দিবসের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। অনেক শোষণ-বঞ্চনার পরে আমাদের এই নারী দিবসটি পাওয়া। এ দিনটির গুরুত্বও অনেক। শুধু দিবস পালনের মাধ্যমে নারীর অধিকার সীমাবদ্ধ নয়। দিবস পালনের সঙ্গে নারীর অধিকারের যথাযথ মর্যাদা দিতে হবে। দেশের প্রতিটি সেক্টরে নারীর যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার সময় এসেছে।