পারভীন আক্তার, লালমোহনঃ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ভোলার লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের দূর্নীতির বিচার ও গ্রেফতারের দাবিতে মানব-বন্ধন করেছে লালমোহন পৌরসভার নাগরিকবৃন্দ। রোববার বিকেল ৪টায় লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানব-বন্ধন করেন পৌরসভার নারী-পুরুষ। এসময় প্রত্যেকের হাতে পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের দূর্নীতির বিচার ও গ্রেফতারের দাবিতে ব্যানার পেস্টুন দেখা যায়। প্রায় আধাঘন্টা লালমোহন সদর রোড ছিল লোকে লোকারন্ন। মানব-বন্ধনে আগত নাগরিকরা মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিচার দাবি করেন। তারা জানান, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন ক্ষমতার অপব্যবহার করে পৌর সভার কোটি কোটি টাকা লোপাট করেছেন। তার এসব দূর্নীতির বিচার দাবি করেন নাগরিকবৃন্দ।