আক্রান্ত
৫৫১,১৭৫
বিশেষ প্রতিনিধি :ভোলা সদর উপজেলায় কোস্ট ট্রাস্টের সিএফটিএম প্রকল্পের জলবায়ু ফোরামের উদ্যোগে”মাস্ক নাই সেবা নাই” ক্যাম্পেইন ১৮ জানুয়ারী ২০২১খ্রিঃ সোমবার অনুষ্ঠিত হয়।”মাস্ক নাই তো সেবা নাই” ক্যাম্পেইনে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপজেলায় মাস্ক না পড়ে সেবা নিতে আসা জনগনকে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি মোঃমোকাম্মেল হক মিলন,সদস্য মোঃমাইনুল এহসান,মোঃহারুন-অর-রশিদ(শিমুল), সিইপিআই প্রকল্পের সমন্বয়কারী এস.এম তাহাজ্জুদ হোসেন এবং সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার-রাজিবঘোষ।
প্রকল্পটি ভোলা,ককসবাজার,পটুয়াখালী জেলায় বাস্তবায়ন করছে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কোস্ট ট্রাস্ট । অর্থ সহায়তা বৃটিশ কাউন্সিল ।