সোলায়মান সুমন, বিশেষ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বান “নিজে মাস্ক পড়ুন,নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদে রাখুন”এই ঘোষণা বাস্তবায়নে ও করোনাভাইরাস নিয়ন্ত্রণে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে মাসব্যাপী জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (২৮শে নভেম্বর) সকাল ১১টায় কদমতলী গোল চত্বর থেকে অনুষ্ঠান কার্যক্রম উদ্বোধন হয়ে উপজেলাধীন ১২ টি ইউনিয়নে ১৮ টি স্থানে একযোগে মাস ব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হচ্ছে। বিদ্যুৎ,জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (এম পি ঢাকা-৩) ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এ মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আজ প্রথম দিনে ছাত্রলীগের মাধ্যমে ১৮ টি স্পটে মোট ১৮শত বিতরণ করা হয়।পর্যায়ক্রমে কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগকে এ কর্মসূচী সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ মাক্স বিতরণ কালে তোফায়েল আহমেদ (পিএস, উপজেলা চেয়ারম্যান),আসাদুজ্জামান রাসেল (আহ্বায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ), মাসুদ রানা (সভাপতি আগানগর ইউনিয়ন ছাত্রলীগ),এসএম সাইফুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগ),জাহিদ শরীফ বাপ্পী (সভাপতি জিনজিরা ইউনিয়ন ছাত্রলীগ),দুলাল মন্ডল সাংগঠনিক সম্পাদক কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগ সহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন উল্লেখ্য আজ উপজেলার যে ১ টি স্থানে মাক্স বিতরণ করা হবে তা নিম্নরূপ, কদমতলী, আগানগর, জিনজিরা বাজার, চুনকুটিয়া চৌরাস্তা, আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড, বনোগ্রাম, কোন্ডা, হাসনাবাদ ইকুরিয়া বাজার, গোলাম বাজার, কালিগঞ্জ বাজার, কালন্দি, বরিশুর বাজার, রাজবাড়ী বাজার, রুহিতপুর বাজার, রামেরকান্দা চৌরাস্তা, আটি বাজার, খোলামোরা বাজার, জিয়ানগর, কলাতিয়া বাজার ও হযরত পুর বাজার।