সৌন্দর্য্য প্রতিপালকের এক অসাধারণ দান। যার মহিমা কখনো শেষ হবে না। শ্রেষ্ঠ জীব মানুষ করে সব থেকে উত্তম আকৃতির জীব করে আমাদের পাঠিয়েছেন।
স্রষ্টার সকল সৃষ্টিই তার কাছে সমান। ধনী-গরীব,উঁচু-নিচু ,সাদা -কালো ভেদাভেদহীন সবাই। আকৃতি যেমনই হোক না কেন, ত্বক বা সৌন্দর্য্যের ভেদাভেদ আছে সবার মাঝে। কেউ একটু বেশি সুন্দর কেউ একটু কম।
আমাদের চোখে কালো মানুষটাকে কালো দেখি আর সাদা ত্বকের মানুষকে সাদা। তবে এই চোখ বাহিরের রুপচর্যা দেখতে পায়।যা দিয়ে মানুষের ভালো বা খারাপ লাগার তৈরি। তবে ভিতরে চোখ দেখতে পায় না কার হৃদয়টা কত সুন্দর।
চেহারা সুন্দর তার মানি এই নয় তার হৃদয়টাও সুন্দর। চেহারার সৌন্দর্য্য চিরদিন থাকবে না ।কিন্তু অন্তরের সৌন্দর্য্য চিরদিন বহাল থাকবে। প্রকৃতির সাথে মিশে তুমি আজ অনেক সুন্দর তবে এটা প্রকৃতির সাথেই ভালো মানায়, ভালো মনের মানুষের সাথে নয়।
ভালো মনের মানুষ হওয়া খুব কঠিন যার বিপরীতে সুন্দর চেহারার অধিকারী হওয়া তেমন কঠিন না। তাই যারা মনকে সুন্দর করতে পেরেছে তারা এই পৃথিবী,পরকাল ও পালনকর্তার সৃষ্টিকে সুন্দর করেছে। কালো মানুষ কালো নয় হৃদয় যদি কালো না হয়।
আপনার চেহারার কোনো অনুভূতি নাই,নাই কোনো বিচার বিশ্লষন করার ক্ষমতা।অথচ প্রতিনিয়ত আপনি তার চর্চা করে যাচ্ছেন।কিন্তু আপনার মন, যার কাজে সন্তুষ্ট বা ভালো খারাপের দিকটা মিশে আছে আপনার কাছে তার কোনো চর্চা নেই।
যে আপনায় সম্মান এনে দিবে তার কোনো মূল্য নেই। দেখুন যে কালো হৃদয় ও সুন্দর চেহারার মূল্য নেই তার থেকে কালো চেহারার ও সুন্দর হৃদয়ের মূল্য কি বেশি নয়? অবশ্যই বেশি। সুতরাং একটা মানুষকে তার চেহারা নয় হৃদয়ের দিক থেকে ভালোবাসুন। কারণ চেহারার সৌন্দর্য্য ক্ষনস্থায়ী কিন্তু হৃদয়ের সৌন্দর্য্য চিরস্থায়ী। তাই কালো মানুষকে নয় কালো হৃদয়ের মানুষকে ঘৃনা করুন।