জিএম আনিচ আহম্মেদ, জেলা প্রতিনিধিঃ
কোস্ট ট্রাস্ট সি এফ টি এম প্রকল্পের আয়োজনে অদ্য বিকাল ৩ ঘটিকা সময় পটুয়াখালী সদর উপজেলা জৈনকাঠী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় স্থানীয় শিকদার বাড়ীর উঠানে ৩০জন গ্রামীন নারীদের অংশগ্রহনে পটুয়াখালী কোস্ট ট্রাস্ট সি এফ টি এম প্রজেক্টের পটুয়াখালী সদর উপজেলা জলবায়ু ফোরামের সদস্য মাকসুদা বেগমের সভাপত্বিতে প্রধান সহায়ক ছিলেন কোস্ট ট্রাস্ট সিএফটিএম প্রজেক্টের পটুয়খালী জেলার টিম লিডার পিন্টু বিশ্বাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ ছাএ–ছাএী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্ট,পটুয়াখালীর সি এফ টি এম প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মোঃসোহেল মাহমুদ ।পবিএ কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার শুরু হয় ।
লিফলেট বিতরন সহ সকাল থেকে মাইকিং করা হয়।
লিফলেট গুলোর বিষয়ঃ
করোনা করোনার লক্ষন,করোনার বিপদ চিহ্ন করোনা ভাইরাসে আক্রান্ত হলে কী করবেন,শারীরিক দুরত্ব কী এবং কিভাবে মেনে চলব ?,কিভাবে শারীরিক দুরত্ব মেনে চলব, ও করোনা ভাইরাস প্রতিরোধ করব ?,করোনা ভাইরাস সংক্রামন থেকে নিজেকে এবং অপরকে রক্ষা করুন মাস্ক ব্যবহার করবেন কে ন ? ও কিভাবে ?,করোনাকালে জটিল রোগে বাড়তি সতকতা,করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে নিজেকে আলাদা রাখার উপায়
উক্ত লিফেলেট নিয়ে আলোচনা করেন কোস্ট ট্রাস্ট সি এফ টি এম প্রজেক্টের জেলা টিম লিডার পিন্টু বিশ্বাস, তিনি আরো বলেন, করোনা প্রতিরোধক টিকার রেজিষ্টেশন করার জন্য সকলকে অনুরোধ করেন ।